উপকূলীয় বাধের জন্য প্রয়োজনীয় অর্থ সাহায্য পাওয়া যাবে- বঙ্গবন্ধু
বুড়ি গোয়ালনী, সুন্দরবন। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ উপকূলীয় বাধ প্রকল্পের প্রধান প্রকৌশলী ও কর্মকর্তাদের সঙ্গে এক ঘণ্টাকাল আলোচনা করেন। সুন্দরবনের বুড়ি গোয়ালনী নদীতে নোঙ্গর ইনভেস্টিগেটর জাহাজে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ দফতরের মন্ত্রী জনাব খন্দকার মোশতাক আহমদ, বন, মৎস্য, গবাদিপশু দফতরের মন্ত্রী জনাব সোহরাব হোসেন এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদ এই আলোচনায় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু উপকূলীয় বাধ প্রকল্প, বন সংরক্ষণ ও বন্য পশু রক্ষণাবেক্ষণ দেখার জন্যে ঐ এলাকা সফর করছেন। বঙ্গবন্ধুর সাথে ঐসব মন্ত্রীবর্গও রয়েছেন। প্রধানমন্ত্রী উক্ত প্রকল্পের কর্মচারীদের সাগরগর্ভ থেকে জমি উদ্ধারের সম্ভাবনা পরীক্ষা করে দেখতে বলেন। তিনি উপকূলীয় বাঁধ নির্মাণ কর্মসূচি বাস্তবায়নের জন্যে বিশেষ আগ্রহ দেখান। এছাড়া কর্মচারীদের তিনি মনপুরাসহ অন্যান্য অনুন্নত দ্বীপের অগ্রাধীকারের ভিত্তিতে উন্নয়ন কাজ করতে বলেন। এ ব্যাপারে মনপুরা দ্বীপের একটি জরিপ রিপোর্ট শীঘ্রই প্রস্তুত করার জন্যে তিনি তাদের নির্দেশ দেন। উপকূলীয় বাঁধ ও দ্বীপগুলোর উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ সহজেই পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। বঙ্গবন্ধু একটি বন কেন্দ্রের প্রয়োজনীয়তার ওপর বিশেষ জোর দেন। এছাড়া তিনি কর্মচারীদের উপকূলীয় বাধের ওপর হোগলা গাছ লাগাতে বলেন।৫
রেফারেন্স: ২ ডিসেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ