ভারত বাংলাদেশকে আত্মনির্ভরশীল দেখতে চায়- গিরি
নয়াদিল্লি। রাষ্ট্রপ্রধান বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বলেন, আজ বাংলাদেশের জনসাধারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূর্ণ প্রেরণা নেতৃত্বাধীনে যে কোনো মূল্যে স্বাধীনতাকে অক্ষুন্ন রাখা ও শক্তিশালী করে তোলার জন্য সংকল্পবদ্ধ। আজ রাতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতি শ্রী ভি ভি গিরির ভাষণের জবাবে তিনি উপরোক্ত মন্তব্য করেন। রাষ্ট্রপ্রধান আবু সাঈদ চৌধুরী ১০ দিন ব্যাপী রাষ্ট্র সফরের উদ্দেশ্যে আজ সকালে এখানে উপনীত হয়েছেন। বাংলাদেশের রাষ্ট্রপ্রধানকে সম্ভাষণ জানিয়ে রাষ্ট্রপতি গিরি এই আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ দ্রুততার সাথে আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলার পথে এবং সর্বাঙ্গীন উন্নতির পথে অগ্রসর হবে। এর ভিতর দিয়ে বাংলাদেশের জনসারণের স্বপ্ন হিসাবে প্রকৃত “সোনার বাংলা গড়ে উঠবে। এর ফলে ভারত পাবে একটি শক্তিশালী ও সমৃদ্ধশালী প্রতিবেশী।৯৫
রেফারেন্স: ২৭ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ