বাংলাদেশের পুনর্গঠনে বিশ্বব্যাংক বড় অংশ নেবে- কারগিল
চারদিন সফরের পর মি. কারগিল এই আভাস দিয়েছেন যে, বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং উন্নয়ন ক্ষেত্রে বিশ্ব ব্যাংক বড় অংশ নেবে। বাংলাদেশের অর্থনীতির উন্নতি সাধনে বিশ্ব ব্যাংক সরকারের যে কোনো প্রকল্পে আর্থিক অথবা কারিগরি সাহায্য দিতে চেষ্টা করবে। এ ব্যাপারে সরকারের সাথে ব্যাপক ভিত্তিক সমোঝতা রয়েছে বলে তিনি জানান। কৃষি এবং সেচ ব্যবস্থা, এ দুটো ক্ষেত্রেই আশু দৃষ্টি দেয়ার প্রয়োজন বলে তিনি মনে করেন। অপরাপর ক্ষেত্র, যেমন বন্যা নিয়ন্ত্রণ এবং ফিল্ম বিশেষ করে পেট্টো কেমিক্যাল শিল্প সম্পর্কে বিশ্ব ব্যাংক সমভাবে আগ্রহী। প্রধানমন্ত্রীর সাথে তার আলোচনা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বন্যা নিয়ন্ত্রণ ও সেঁচ মন্ত্রীর সাথে আলোচনাকালে, বন্যা নিয়ন্ত্রণ প্রশ্নে মহা পরিকল্পনা প্রণয়নের আগে এ ব্যাপারে স্বল্পমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে বলে তিনি স্থির হয়েছেন।১০০
রেফারেন্স: ২৮ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ