You dont have javascript enabled! Please enable it! 1972.11.27 | চার রাষ্ট্রনীতি প্রতিষ্ঠায় সর্বাত্মক সাহায্য করুন- সৈয়দ নজরুল ইসলাম | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

চার রাষ্ট্রনীতি প্রতিষ্ঠায় সর্বাত্মক সাহায্য করুন- সৈয়দ নজরুল ইসলাম

নেত্রকোনা, ময়মনসিংহ। শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম চার রাষ্ট্রনীতির “যথাযথ” কার্যকরী করণের সর্বাত্মক সাহায্য করতে বুদ্ধিজীবী, ছাত্র ও আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। ছাত্র, আইনজীবী ও শহরের বিশিষ্ট ব্যক্তিদের এক সমাবেশে মন্ত্রী তার ভাষণে বলেন যে, সোনার বাংলা গড়ার লক্ষ্য নিয়েই সমগ্র জাতি রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছিল। যেখানে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ থাকবে সবকিছুর ঊর্ধ্বে। সৈয়দ নজরুল বলেন যে, আমরা স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমাদের অবশ্যই জনগণের গণতন্ত্র অধিকার সংরক্ষণ করে সমাজতান্ত্রিক অর্থনীতি গড়ে তুলতে হবে। মন্ত্রী বলেন, ধ্বংসাবশেষের ওপর দেশের ভিত্তি স্থাপিত হওয়ার পর থেকে সরকার সকল পদক্ষেপই নিয়েছে সে লক্ষ্য অর্জনের প্রতি দৃষ্টি রেখে তিনি বলেন যে, সে লক্ষ্য সামনে রেখে সরকার শিল্প কারখানা, ব্যাংক ও ইনসিওরেন্স জাতীয়করণ করেছেন। জমির রাখার সীমানা কমিয়ে দিয়েছে। এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছেন এবং এতেই সরকারের সদিচ্ছার প্রমাণ পাওয়া যায়।৯৬

রেফারেন্স: ২৭ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ