বাংলাদেশ প্রশ্নে ২১ জাতি প্রস্তাব, ২৭ নভেম্বর জাতিসংঘে আলোচনা
জাতিসংঘ। বাংলাদেশের জাতিসংঘের অর্ন্তভুক্তির ব্যাপারে ২১ জাতির প্রস্তাবের ওপর আগামি ২৭ নভেম্বর সাধারণ পরিষদে আলোচনা শুরু হবে। আজ এখানে সরকারি ভাবে এই কথা জানা গেছে। এই আলোচনা উক্ত দিনই সমাপ্ত হতে পারে। অথবা তার পর দিন পর্যন্ত সম্প্রসারিত হতে পারে। তবে এই ক্ষেত্রে ২৮ নভেম্বর অপরাহ্নের অধিবেশনে বাংলাদেশ প্রশ্নটির আলোচনায় উঠবে। আগামি ২৯ নভেম্বর সাধারণ পরিষদে মধ্য পাচ্য সংকট সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হবে। এই দিকে পাকিস্ত নি তার চিরাচলিত নিয়মে বাংলাদেশ প্রশ্নে যাতে আলোচনা না হয় তার জন্য বিরোধীতা শুরু করেছে। পাকিস্তান এই ব্যাপারে সুপারিশ করছে যে, মধ্যপাচ্য ইস্যুর পর বাংলাদেশ সম্পর্কে আলোচনা হওয়া উচিত। কিন্তু জাতিসংঘের বিপুল সংখ্যক সদস্য ও পরিষদ সেক্রেটারিয়েট পাকিস্তানের এই ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করে দেয়। পাকিস্তান ২১ জাতি প্রস্তাবটি একটি খসড়া সংশোধনী ও সদস্যদের মধ্যে প্রচার করে। এতে গত ডিসেম্বর মাসে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়ন ও যুদ্ধবন্দিদের ফিরে দেয়ার প্রশ্নটি বাংলাদেশ প্রশ্নে আলোচনায় পূর্ব শর্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া পাকিস্ত নি বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্রকে এই মর্মে বাংলাদেশের জাতিসংঘের অন্তর্ভুক্তির ব্যাপারে দ্বিমত পোষণের জন্য বলে যে, তারা বাংলাদেশের সাথে একটা সমঝোতায় পৌছার চেষ্টা করছে। তবে এখানে অবস্থিত বাংলাদেশ মিশন এটাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে অভিহিত করেছেন।৭৯
রেফারেন্স: ২৩ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ