You dont have javascript enabled! Please enable it! 1972.11.22 | যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আপোষ চলবে না | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে আপোষ চলবে না

বরিশাল। আজ এখানে জাতীয় সমাজতান্ত্রিক দলের যুগ্ম আহ্বায়ক জনাব আ. স. ম আব্দুর রব বলেন যে, বাংলাদেশের জনসাধারণ পাকিস্তানি যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে কোনো প্রকার আপোষ রফা মেনে নেবে না। তার পার্টির জেলা ইউনিট ও ছাত্রলীগের (র-সি) যুগ্ম উদ্যোগে আয়োজিত এক জনসভায় ভাষণ দানকালে তিনি বলেন যে, যেসকল পাকিস্তানি যুদ্ধাপরাধী বাংলাদেশের ইতিহাসে নজীর বিহীন বর্বরতা অনুষ্ঠান করেছে তাদের যদি ক্ষমা করা হয় তাহলে ২ লক্ষ নারীর সতিত্ব নষ্ট হয়েছে। এবং ৩০ লক্ষ শহীদের রক্তের স্রোত প্রবাহিত হয়েছে তার কি প্রতিকার হবে। জনাব রব বলেন, সরকার ঘোষণা করেছিলেন যে, সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে যুদ্ধাপরাধীদের বিচার হবে। কিন্তু কেন তাদের এখনো বিচার করা হয়নি এবং এ ব্যাপারে দেরী হচ্ছে কেন? তিনি প্রধানমন্ত্রীকে আটক বাঙালিদের এবং বেঙ্গল রেজিমেন্টের সৈন্য দল বন্ধু দেশগুলোর সহায়তা ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানান। যেসকল মার্কেট এজেন্ট দেশে সাম্প্রদায়িকতায় বিষ চড়াচ্ছে এবং মুসলিম বাংলার ধুয়া তুলছে তাদের সম্পর্কে সতর্ক থাকার তিনি জনগণের প্রতি আহ্বান জানান।৭৭

রেফারেন্স: ২২ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ