বাংলাদেশ-ভারতের মানবিক সিদ্ধান্ত, পাকিস্তানে যুদ্ধবন্দি পরিবারদের দেশে পাঠানো হবে
বাংলাদেশ ও ভারত সরকার পাকিস্তানি বেসামরিক ব্যক্তি ও যুদ্ধবন্দিদের পরিবারদের পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই সিদ্ধান্ত নেয়া হয়। সোমবার বৈদেশিক দপ্তরের এক ঘোষণায় একথা বলা হয়েছে। পাকিস্তানি বেসামরিক ব্যক্তি যারা বাংলাদেশ ও ভারতের যুক্ত কম্যান্ডের কাছে আত্মরক্ষা নিমিত্যে আশ্রয় নিয়েছিল তাদের স্ত্রী ও শিশু এবং যেসব যুদ্ধবন্দিদের পরিবারে এক যুক্ত কম্যান্ডের কাছে আত্মসমর্পণ করে তাদের ফেরত পাঠানো হচ্ছে। ঘোষণা এই মর্মে আশা প্রকাশ করা হয় যে, পাকিস্তানও এইরূপ মানবিক মনোভাব নিয়ে বাংলাদেশের নাগরিক, যারা পাকিস্তানে আটক রয়েছে, তাদের পরিবারদের ফেরত পাঠানোর ব্যাপারে রাজি হবে। পররাষ্ট্রমন্ত্রী জনাব সামাদ ৫ দিনব্যাপী সফরের উদ্দেশ্যে লন্ডন যাত্রার প্রাক্কালে সাংবাদিকদের কাছে এই সম্পর্কে বলেন যে, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের প্রগতিশীল নীতিরই প্রতিফলন। এক প্রশ্নোত্তর জবাবে জনাব সামাদ বলেন যে, এই ধরনের ব্যবস্থা নিলে উপমহাদেশের পরিস্থিতি সহজ ও স্বাভাবিক হওয়ার পক্ষে সহায়ক হবে।৬৭
রেফারেন্স: ২০ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ