You dont have javascript enabled! Please enable it! 1972.11.20 | যুদ্ধবন্দিদের মুক্তি দিলে বাঙালিদের ছেড়ে দেয়া হবে- ভুট্টো | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

যুদ্ধবন্দিদের মুক্তি দিলে বাঙালিদের ছেড়ে দেয়া হবে

লন্ডন। পেশোয়ারে পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব ভুট্টো বলেছেন যে, ভারতে আটক উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দেয়া হলে তিনি পাকিস্তানে আটকে পড়া বাঙালিদের ছেড়ে দিতে রাজি আছেন। লন্ডনের রবিবাসরীয় ‘অবজার্ভার’ প্রত্রিকার প্রতিনিধি ওয়াল্টার শোয়ারজ-এর সাথে সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন। ভুট্টো বলেন, যেসব পাকিস্তানি যুদ্ধবন্দিদের বিচার করার কথা শুধ। তাদের বিনিময়েও তিনি বাঙালিদের ছেড়ে দিতে পারেন। প্রেসিডেন্ট ভুট্টো বলেন, সামান্য একটা বিচার অনুষ্ঠান করেও যদি যুদ্ধবন্দিদের ছেড়ে দেয়া হয়, তিনি বাংলাদেশকে স্বীকৃতি দানের কথা বিবেচনা করবেন। তবে পুরাদস্তুর বিচার করা হলে স্বীকৃতি দানের প্রশ্ন ওঠে না। ভুট্টো বলেন, স্বীকতি দেয়া হয়ে গেলে বাংলাদেশের সাথে বিশেষ সম্পর্ক স্থাপন করব। বাণিজ্য ও ভিসার ক্ষেত্রে সুবিধাদানের বিষয়ও বিবেচনা করা হবে। পুরনো পাকিস্তানের সম্পত্তি ভাগ বাটোয়ারার ব্যাপারে শেখ মুজিবের মনোভাব কি, বাংলাদেশকে স্বীকৃতি দানের ব্যাপারে তাও জানতে চান।৬৯

রেফারেন্স: ২০ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ