You dont have javascript enabled! Please enable it! 1972.11.18 | ২৪ নভেম্বরের মধ্যে লুটের মাল জমা দাও- মওলানা ভাসানী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

২৪ নভেম্বরের মধ্যে লুটের মাল জমা দাও- মওলানা ভাসানী

টাঙ্গাইল। মওলানা আবদুল হামিদ খান ভাসানী দৃষ্কৃতিকারীদের প্রতি আগামি ২৪ নভেম্বরের মধ্যে তাদের লুটতরাজের মালামাল সরকারি সংস্থাগুলোর কাছে জামা দেয়ার আহ্বান জানিয়েছে। অন্যথায় জনগণের সহযোগিতায় তিনি তাদের বিরুদ্ধে জিহাদ’ ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। গত শুক্রবার সন্ধ্যায় স্থানীয় পুলিশ প্যারেড ময়দানে এক জনসভায় ভাষণ দানকালে মওলানা ভাসানী উপরোক্ত হুশিয়ারি জ্ঞাপন করেছেন। তিনি জনগণের প্রতি ঐক্যবদ্ধভাবে কালোবাজারী দুর্নীতিবাজ ও চোরাচালানীদের বিরুদ্ধে সংগ্রাম করার আহ্বান জানান। তিনি বলেন, যতশীঘ্র এসব দুষ্কৃতিকারী ও সমাজ বিরোধীদের সমাজ থেকে নির্মূল করা যায়, জনগণের জন্য ততই মঙ্গল। তিনি দলমতো নির্বিশেষে সকলকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ যদিও মুসলিম সংখ্যা গরিষ্ঠ দেশ, তবুও এদেশের সকল সম্প্রদায়ের সমান নাগরিক অধিকার রয়েছে। কারণ সবাই আল্লাহর সৃষ্টি। মওলানা ভাসানী বলেন, ভারত ও বাংলাদেশের জনগণ পরস্পরের বন্ধু। আমাদের প্রত্যেকেরই অপর সম্প্রদায়ের মানুষকে ভালোবাসা উচিত। কাজী জাফর আহমেদও সভায় বক্তৃতা দেন। মওলানা ভাসানী তার বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন যে, তিনি একজন ভালো সংগঠক। অপর দিকে তিনি আওয়ামী লীগের তীব্র সমালোচনা করেন।৬০

রেফারেন্স: ১৮ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ