বাংলাদেশকে ভুট্টোর অবিলম্বে স্বীকৃতি দেয়া উচিত- গার্ডিয়ানের মন্তব্য
লন্ডন। প্রেসিডেন্ট ভুট্টোর অবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেয়া উচিত বলে বৃটেনের প্রভাবশালী গার্ডিয়ান মন্তব্য করেছে। পত্রিকায় প্রথম সম্পাদকীয় প্রবন্ধে বলা হয়, যত শীঘ্রই এর বাস্তবতা উপলব্ধি করা সম্ভব হবে, তত শীঘ্রই একটি চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যাবে। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ অতীত হয়ে যাচ্ছে, কিন্তু এ ব্যাপারে কিছুই হচ্ছে না। তবে জাতিসংঘের সম্প্রতিক এই সম্পর্কীত বিতর্কের পরই এই দীর্ঘ নিরবতা অব্যাহত থাকবে। গার্ডিয়ানের প্রতিনিধি ওয়াল্টার স্কেয়ার এ সম্পর্কে বলেছেন, বাংলাদেশকে স্বীকৃতি না দেয়ার ব্যাপারে ভুট্টোর হাতকে শক্তিশালী করেছে জতিসংঘে চীনের ভেটো এবং চীন উপমহাদেশের মধ্যে একটা মীমাংসায় পথেই বাধা সৃষ্টি করতে ইচ্ছুক।৫৬
রেফারেন্স: ১৭ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ