You dont have javascript enabled! Please enable it! 1972.11.13 | বঙ্গবন্ধু দেশে শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু দেশে শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় দৃঢ়প্রতিজ্ঞ

শ্রীবর্দী, জামালপুর। ৩০ লাখ জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে রক্ষার্থে সরকারের সহযোগীতায় অবিরাম কাজ করে যাওয়ার জন্য যোগাযোগমন্ত্রী জনাব মনসুর আলী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। রবিবারে এখানে এক জনসভায় ভাষণদানকালে যোগাযোগমন্ত্রী উপরোক্ত আহ্বান জানান। বক্তৃতাকালে তিনি জনগণকে সাবধান করে দিয়ে বলেন, এক শ্রেণির লোক কষ্টার্জিত স্বাধীনতাকে বানচাল করার অপচেষ্টা করছে। এই শ্রেণির লোকেরা কতিপয় বিদেশি শক্তির স্বার্থে তাদের চোর হিসাবে নামকরণ অপকর্মের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। তিনি আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের পবিত্র মাটি থেকে বাংলাদেশ বিরোধী শক্তিসমূহের মূলোচ্ছেদই এখন বাংলার বীর সন্তানদের প্রধান কর্তব্য ও দায়িত্ব হবে। পাকিস্তানের বর্বর সেনাবাহিনীর ব্যাপক ধ্বংসাত্মক কার্যকলাপ ও ঘৃণ্য গণহত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর মহান নেতৃত্বে বাংলাদেশের সরকার দেশকে একটি শক্তিশালী অর্থনৈতিক বুনিয়াদের ওপর প্রতিষ্ঠিত করার জন্য ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছে। সাধারণ লোকের দুঃখ কষ্ট লাঘবের চেষ্টায় এই পর্যন্ত সরকার যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছেন, সংক্ষেপে তার উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সরকার শোষণমুক্ত একটি সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জনগণকে একতাবদ্ধ থেকে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে জনগণকে উৎসাহ উদ্দীপনা দিয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে বলেন। যোগাযোগমন্ত্রী এখানে আওয়ামী কর্মীদের উদ্দেশ্যেও বক্তৃতা দেন এবং স্থানীয় কয়েকটি বিদ্যায়তন পরিদর্শন করেন।৩৮

রেফারেন্স: ১৩ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ