You dont have javascript enabled! Please enable it! 1972.11.06 | আজ নয়াদিল্লিতে ভারত বাংলাদেশ বৈঠক | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

আজ নয়াদিল্লিতে ভারত বাংলাদেশ বৈঠক

ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্ষেত্রে, বিশেষ করে তাদের পক্ষে এই উপমহাদেশের কতিপয় গুরুত্বপূর্ণ প্রশ্নে পর্যালোচনা করার জন্য আজ নয়াদিল্লিতে এই দুইদেশের মধ্যে সরকারি পর্যায়ে আলোচনা শুরু হচ্ছে। পররাষ্ট্র দপ্তরের সেক্রেটারি জনাব এনায়েত করিম, যিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন- নয়াদিল্লি অভিমুখে রওনা হয়ে গেছেন। বাংলাদেশ হাই কমিশনার ড. এ, আর, মল্লিক এবং পররাষ্ট্র দপ্তরের ডিরেক্টর জেনারেল ইন-চার্জের জনাব কাইসার মুর্শেদও এই প্রতিনিধি দলে রয়েছেন। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন, শ্ৰী টি, এন, কাউল। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি। এই বৈঠকে দু’দেশের মধ্যে অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ব্যণিজ্যিক ব্যাপারে গভীর আলোচনা অনুষ্ঠিত হবে। চোরাচালানের বিরুদ্ধে ব্যবস্থাবলী এবং আরও সংশ্লিষ্ট কতিপয় বিষয়ে আলোচনা হবে।
যুদ্ধাপরাধীর বিচার প্রশ্ন : নির্ভরযোগ্যভাবে জানা গেছে যে, এই বৈঠকে যুদ্ধাপরাধীদের জন্য বিচারের প্রশ্নটি আলোচনা করা হবে। উল্লেখ করা যেতে পারে যে, ভারত বরাবর এই মত পোষণ করে আসছে যে, আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধীদের বিচার করার অধিকার বাংলাদেশের রয়েছে এবং তার জন্য কোনো ব্যক্তিকে সোপর্দ করার দরকার হলে তা বাংলাদেশের নিকট করতে হবে। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগ জীবন রাম দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছেন যে, বিচারের জন্য দরকার হলে ভারত যুদ্ধবন্দিদেরকে ঢাকা পাঠিয়ে দিতে প্রস্তুত আছে।২০

রেফারেন্স: ৬ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ