আজ ভারত-বাংলাদেশ আলোচনা বৈঠক শুরু
নয়াদিল্লি। আসছে রবিবার ভারত ও বাংলাদেশে পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের মধ্যে যে বৈঠক বসছে তাতে বহু বিষয়ে আলোচনা হবে বলে আভাস পাওয়া গেছে। এই বৈঠক সময় সময়ে আহুত পরামর্শ সভাগুলোর অন্যতম। এতে শুধু যে দ্বিপাক্ষিক বিষয়ে কথাবার্তা হবে তা নয়, আন্তর্জাতিক প্রসঙ্গগুলো বিবেচনার জন্য বৈঠকে দ্বিপাক্ষিক বিয়ষ ছাড়া অন্য যে প্রসঙ্গটি গুরুত্ব পাবে তা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বর্তমান অবস্থা। এছাড়া বৃহৎ শক্তিগুলোর ভূমিকাও বিশদ ভাবে আলোচিত হবে। জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে আলোচনার সময় ঘনিয়ে আসছে। এই পরিপ্রেক্ষিতে বিষয়টা নিয়ে বিবেচনা হবে। দ্বিপাক্ষিক বিষয়গুলোর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে আরও অধিকতর সহযোগিতার প্রশ্ন অন্যতম। বেশ কয়েকটি প্রটোকল স্বাক্ষরের প্রস্তুতি ইতোমধ্যে চলছে। উভয় দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক মিত্রসুলভ। কিন্তু কায়েমি স্বার্থবাদী কিছু মহল দু’দেশের এই সম্পর্ক নষ্ট করার চেষ্টায় আছে। কাজেই এ সম্পর্কেও কথাবার্তা হতে পারে। এই বৈঠক তিন দিন চলবে। এতে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব করবেন পররাষ্ট্র দফতরের সচিব জনাব এনায়েত করিম।১৫
রেফারেন্স: ৪ নভেম্বর ১৯৭২, দৈনিক আজাদ
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ