You dont have javascript enabled! Please enable it! 1966.07.27 | কারাগারের রােজনামচা | কারাগারের রােজনামচা - সংগ্রামের নোটবুক

কারাগারের রােজনামচা

নােটিশটা আর ২০/২৫ মিনিট পূর্বে পেলে সুবিধা হতাে। আমার স্ত্রীর কাছে বলে দিতে পারতাম জহিরুদ্দিন ও অন্যান্য উকিল সাহেবদের আসতে। কাগজপত্র, নকল কত কি প্রয়ােজন। এমনি আইবি আজকাল খুবই কৃপণতা করে, দেখা করতে অনুমতি দিতে। মনে করে, জেলে বসে রাজনীতি করি। তাদের বােঝা উচিত আমরা ও ধরনের রাজনীতি করি না। তাহলে তাে প্রকাশ্যে ৬ দফার কথা
বলে গােপনে গােপনে কাজ করে যেতাম। আমি নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি। যদি ঐ পথে কাজ করতে না পারি ছেড়ে দিব রাজনীতি। প্রয়ােজন কি! আমরা একলা দেশসেবার মনােপলি নেই নাই। যারা সন্ত্রাসবাদীতে বিশ্বাস করে তারাই একমাত্র রাজনীতি করবে, মাটির তলা থেকে ধাক্কা দেবে সুযােগ পেলেই। আমার কি আসে যায়? বহুদিন রাজনীতি করলাম। এখন ছেলেমেয়ে নিয়ে আরাম করব। তবে সরকার যেভাবে জুলুম চালাচ্ছে তাতে রাজনীতি কোনদিকে মােড় নেয় বােঝা কষ্টকর।

Reference: কারাগারের রােজনামচা, ২৭ জুলাই , ১৯৬৬