শেখ মুজিবর রহমানকে আদালতে হাজির করা হয় নাই
দেশরক্ষা আইনে আটক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবর রহমানসহ অন্যান্য কয়েকজনের বিরুদ্ধে আনীত প্রচারপত্র নিক্ষেপ মামলার তারিখ গতকাল (বুধবার) ছিল। ঢাকার মুন্সেফ ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব আবদুল হকের আদালতে কাল তাঁর হাজির হওয়ার কথা ছিল। তাঁর পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন। কিন্তু শেখ মুজিবকে কাল আদালতে হাজির করা হয় নাই বলিয়া আওয়ামী লীগ সদর দফতর কর্তৃক প্রচারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হইয়াছে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, পূর্ব পাকিস্তানের নিরাপত্তা আইনের ৭(৩) ধারায় আনীত আর একটি মামলায় গত ২৩শে মে শেখ মুজিবর রহমানের ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জনাব এম, এ মালেকের আদালতে হাজির হওয়ার কথা ছিল। কিন্তু সেদিনও তাঁহাকে আদালতে হাজির করা হয় নাই, সেদিনও শেখ সাহেবের কৌসুলীরা সংশ্লিষ্ট আদালতে উপস্থিত ছিলেন।
Reference: দৈনিক ইত্তেফাক, ২৬ মে ১৯৬৬