শেখ মুজিবসহ অন্যান্য নেতাদের মুক্তি দাবী
সিরাজগঞ্জ, ১৯ শে মে-পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সিরাজগঞ্জ শাখার উদ্যোগে সম্প্রতি এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। সভায় দেশরক্ষা আইনে গ্রেফতারকৃত শেখ মুজিবর রহমানসহ অন্যান্য আওয়ামী নেতাদের অবিলম্বে মুক্তি দাবী করা হয়।
জনসভায় মহকুমা আওয়ামী লীগের সভাপতি জনাব মােতাহের হােসেন তালুকদার সভাপতিত্ব করেন। স্থানীয় আওয়ামী নেতা জনাব দবিরউদ্দিন, জনাব আবদুর রউফ ও জনাব আবদুল মােমেন তালুকদার সভায় বক্তৃতা করেন।
ছয়-দফা দাবীর প্রতি অকুণ্ঠ সমর্থন প্রদান করার জন্য জনগণের নিকট আহ্বান জানানাে হয়।—পি পি এ
সিলেটে জনসভা
সিলেট হইতে তারযােগে প্রাপ্ত খবরে জানা যায় যে, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রাদেশিক আওয়ামী লীগ কমিটির অন্যান্য সদস্য ও এ্যাডভােকেট জনাব জালাল উদ্দিন খানের সভাপতিত্বে সম্প্রতি এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়।
সভাপতি তাঁহার ভাষণে দেশরক্ষা আইনবলে শেখ মুজিবরসহ ও অন্যান্য আওয়ামী নেতাদের গ্রেফতারের তীব্র নিন্দা করেন। তিনি উপস্থিত জনগণের নিকট ছয়-দফা কর্মসূচীর বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তিনি দৃপ্তকণ্ঠে ঘােষণা করেন যে, ছয়-দফা দাবী বাস্তবায়িত না হওয়া অবধি আওয়ামী লীগ দেশে গণতন্ত্র পূনঃপ্রতিষ্ঠা ও এই দাবী গ্রহণের জন্য দেশভিত্তিক আন্দোলন চালাইয়া যাইবে।
ইহা ব্যতীত সিলেট সদর মহকুমা আওয়ামী লীগের সম্পাদক জনাব জমির উদ্দিন আহমদ, জেলা কমিটির সদস্য জনাব জমির উদ্দিন আহমদ সভায় বক্তৃতা প্রদান করেন।
সভায় শেখ মুজিবসহ অন্যান্য আওয়ামী নেতার মুক্তি, দেশ হইতে জরুরী অবস্থা প্রত্যাহার, পূর্ণ রেশনিং ব্যবস্থা প্রবর্তন প্রভৃতি দাবী জানানাে হয়। সভায় জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব ফরিদ গাজী উপস্থিত ছিলেন।
Reference: আজাদ, ২১ মে ১৯৬৬