জেল হাসপাতালে শেখ মুজিব
পি, পি, এ, জেলসূত্রে গতরাত্রে (রবিবার) জানিতে পারিয়াছে যে, পাকিস্তান রক্ষাবিধি অনুযায়ী বর্তমানে ঢাকা সেন্ট্রাল জেলে আটক পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমানকে চিকিৎসার জন্য জেল হাসপাতালে স্থানান্তরিত করা হইয়াছে।
উক্ত সূত্রে আরও বলা হয় যে, “তাহার স্বাস্থ্য সম্পূর্ণ সুস্থ রহিয়াছে।” ইতিমধ্যে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতেও গতরাত্রে বলা হয় যে, শেখ মুজিব জেলহাসপাতালে আছেন। আওয়ামী লীগের অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে“নির্ভরযােগ্য সূত্রের উদ্ধৃতি দিয়া অভিযােগ করা হয় যে, অপর পাঁচজন আটক আওয়ামী লীগ নেতাকে অজ্ঞাতস্থানে স্থানান্তরিত করা হইয়াছে।
এই নেতৃবৃন্দ হইলেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ জনাব নুরুল ইসলাম চৌধুরী, শ্রম সম্পাদক জনাব জহুর আহমদ চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট জনাব মুজিবর রহমান (রাজশাহী) এবং খােন্দকার মুশতাক আহমদ।
Reference: দৈনিক ইত্তেফাক, ১৬ মে ১৯৬৬