You dont have javascript enabled! Please enable it! 1966.05.12 | জামায়াতে ইসলামীর আমীর মওলানা আবদুর রহিম এর বিবৃতি | আজাদ - সংগ্রামের নোটবুক

জামায়াতে ইসলামীর আমীর মওলানা আবদুর রহিম এর বিবৃতি

পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর মওলানা আবদুর রহিম গতকাল এক বিবৃতিতে বলেন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেশরক্ষা আইনবলে গ্রেপ্তার করিয়া সরকার চরম নিবুদ্ধিতার ও অবিমৃষ্যকারিতার পরিচয় দিয়াছেন। দেশরক্ষা আইনের সাহায্যে রাজনৈতিক বিরােধিতার প্রতিশােধ গ্রহণ করা সব সময়েই ও প্রতিবাদযােগ্য।
বিবৃতিতে তিনি পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ও পশ্চিম পাকিস্তানের কাউন্সিল মােছলেম লীগ নেতৃবৃন্দকে অবিলম্বে মুক্তিদান করিয়া জনগণকে সকল প্রকার প্রােগ্রাম শান্তিপূর্ণ পরিবেশে যাচাই করার অবাধ সুযােগদানের জন্য জরুরী অবস্থা প্রত্যাহারের দাবী জানান।
জাতীয় পরিষদের সদস্য জনাব এ, বি, এম, নুরুল ইসলাম, প্রাদেশিক আওয়ামী লীগের প্রচার সম্পাদক জনাব আবদুল মােমেন এবং ঢাকা জেলা আওয়ামী লীগের কর্মকত্তাগণ পৃথক বিবৃতি মারফত পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের নেতৃবৃন্দকে গ্রেফতার করার তীব্র নিন্দা করিয়া অবিলম্বে তাঁহাদের মুক্তি দানের দাবী জানাইয়াছেন।

Reference: আজাদ, ১২ মে ১৯৬৬