ঢাকার পতন আসন্ন
৪ ডিসেম্বর। আমাদের রণাঙ্গন প্রতিনিধি জানিয়েছেন, মুক্তিবাহিনীর অমিতবিক্ৰমী যােদ্ধারা ঢাকা নগরীর মহম্মদপুর আবাসিক মডেল স্কুলের মধ্যে মাইন বিস্ফোরণ করেছেন। ফলে বিজ্ঞানের যন্ত্রপাতি ও ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ঢাকা শহরে মুক্তিবাহিনীর প্রবল আক্রমণে পাঁচটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র বিধ্বস্ত হয়ে গেছে । ৪০ জন গুলিবিদ্ধ পাকসেনা ঢাকা হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকা বিমান ক্ষেত্রের উপর মুক্তিফৌজের বীর সেনানীরা আক্রমণ চালিয়ে প্রভূত ক্ষতি সাধন করেছে। সহস্র সহস্র মুক্তিবাহিনী, পাক হানাদারদের কাছ থেকে সুসজ্জিত মুক্তিবাহিনী, সর্বত্র বিজয়ের পথে বীরবিক্রমে এগিয়ে যাচ্ছে। পাক হানাদারদের নেতা নিয়াজী স্বীকার করেছিলেন যে ঢাকায় দুই হাজার গেরিলা আছে। প্রকৃতপক্ষে আছে হাজার হাজার এবং তারা শীঘ্রই ঢাকা মুক্ত করবে।
বিপ্লবী বাংলাদেশ | ১: ১৬
৫ ডিসেম্বর ১৯৭১
সূত্র: গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ -খন্ড ০৯