মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্টের উপর ৭ কোটি শিল্প ইউনিটের দায়িত্ব অর্পণ
বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা রক্ত, শ্রম ও অশ্রুজলে চরম আত্মত্যাগ স্বীকার করেছেন, সেইসব বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণার্থে প্রধামন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার নগদে ও শিল্প ইউনিটের মাধ্যমে প্রায় চার কোটি টাকার প্রারম্ভিক তহবিলের সাহায্যে একটি ট্রাষ্টি গঠন করছেন। বৃহস্পতিবার সরকারিভাবে এই কথা জানা গেছে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাষ্ট গঠনের জন্য আট সদস্য বিশিষ্ট একটি বোর্ড গঠন করা হয়েছে। ত্রাণ ও পূর্তমন্ত্রী জনাব এ এইচ এম কামারুজ্জামানকে বোর্ডের চেয়াম্যান ও মেঃ জেনারেল এ রবকে মানেজিং ডিরেক্টর নিযুক্ত করা হয়েছে। সাতটি শিল্প ইউনিট ও ব্যবসা প্রতিষ্ঠানকে ট্রাষ্টের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে আনা হয়েছে। ইউনিট গুলো হলো : (১) মেসার্স সিকো সোপ এ্যান্ড কেমিক্যালস, তেজগাঁও (২) মেসার্স যাত্রীক পাবলিকেশন্স, ঢাকা; (৩) দোসানী গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ (ক) গুলিস্তান সিনেমা, (খ) নাজ সিনেমা, (গ) গুলিস্তান ফিল্ম কর্পোরেশন, (ঘ) চুচিন চৌ রেষ্টুরেন্ট, (ঙ) আনিস ফিল্ম কর্পোরেশন, (চ) মিমি চকলেটস; (৪) মুন সিনেমা, ঢাকা, (৫) তাবানী বেভারেজ লিঃ; তেজগাঁও পেট্রোলপাম্পসমূহ : (ক) জে ব্রাদার্স মতিঝিল; (খ) পূর্ণিমা, টয়েনবি সার্কুলার রোড এবং (৬) আলমাস সিনেমা চট্টগ্রাম। এই গুলো সবই লাভ জনক ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে এইসব প্রতিষ্ঠান অর্থ প্রদান করবে।১০৭
রেফারেন্স: ২৬ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ