You dont have javascript enabled! Please enable it! 1972.10.25 | বঙ্গবন্ধুর সাথে করাচির সাংবাদিকদ্বয়ের সাক্ষাৎকার | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধুর সাথে করাচির সাংবাদিকদ্বয়ের সাক্ষাৎকার

প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশকে স্বীকৃতি না দিয়ে পাকিস্তান উপমহাদেশের মানবিক এবং রাজনৈতিক সমস্যাবলীর সমাধানের অন্তরায় সৃষ্টি করছে। সম্প্রতি বাংলাদেশে আগত দুইজন পাকিস্তানি সাংবাদিকের সাথে ঢাকায় এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বাসস’র সংবাদে প্রকাশ পাকিস্তানি সাংবাদিকদ্বয়ের কতিপয় লিখিত প্রশ্নের জবাবে বঙ্গবন্ধু বলেন, উপমহাদেশের জনসাধারণের কল্যাণের জন্য পাকিস্তানের উচিত, বর্তমান সমস্যাবলী সমাধানের ঐতিহাসিক সুযোগ গ্রহণ করা। পাকিস্তানি সাংবাদিকদ্বয় হলেন, করাচির ‘ডন’ পত্রিকার ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক জনাব মাজহার আলী খান এবং উক্ত পত্রিকার কলামিষ্ট সৈয়দ নাজিউল্লাহ। সাক্ষাৎকারে উত্থাপিত প্রশ্ন ও উত্তরে বিবরণ নিম্নে দেয়া হলো :
প্রশ্ন: আমাদের দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের প্রাথমিক রূপ কি ধরনের হওয়া উচিত বলে আপিন মনে করেন? এবং তার ফলে উপমহাদেশের জনসাধারণের সহায়তা ও বিশ্ব শান্তির ক্ষেত্রে অগ্রগতি সাধিত হবে কি?
উত্তর : প্রাথমিক ব্যবস্থা হচ্ছে উপমহাদেশের বর্তমান বাস্তবতাকে স্বীকার করে নেয়া। আমাদের পশ্চাৎ দৃষ্টি পরিহার করতে হবে শান্তিপূর্ণ ভবিষ্যতের জন্য। সমতা, সার্বভৌমত্ব এবং অপরের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণের মাধ্যমে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধিত হতে পারে।
প্রশ্ন : আমাদের মনে হয় বর্তমান অচলাবস্থার ব্যাপারে উভয় পক্ষের মনোভাবের পার্থক্য, হ্রাস পেয়ে এমন পর্যায়ে আসছে, যার ফলে বিষয়টি প্রায় পদ্ধতিগত ও কৌশলগত প্রশে এসে ঠেকছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অসুবিধাদি এবং উভয়পক্ষ বিভিন্ন সময়ে সাধারণ্যে যেসব মতামত ব্যক্ত করছেন তা বিবেচনা করে আপনি কি একটা সমাধান নির্দেশ করতে পারেন?
উত্তর : অবশ্য আমি মনে করি, উপমহাদেশে সমগ্র জনমণ্ডলীর স্বার্থেই সম্পর্ক স্বাভাবিক করা উচিত। আমাদের জনসাধারণ দুঃখ ও নির্যাতন ভোগ করা সত্ত্বেও মূলতঃ উদার রয়েছে এবং পাকিস্তানের সাথে আলোচনার মাধ্যমে সকল বিরোধ মিমাংসার উদ্যোগকে স্বাগত জানাবে। এখন প্রয়োজন আন্তরিকতা, আমাদের তরফে আন্তরিকতার অভাব হবে না বলে আমি কথা দিতে পারি। আলোচনার উপযোগি পরিবেশ সৃষ্টি না করার কোনো কারণ আমি দেখি না।১০২

রেফারেন্স: ২৫ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ