You dont have javascript enabled! Please enable it! 1966.05.11 | নেতৃবৃন্দ কর্তৃক আওয়ামী লীগ নেতা গ্রেফতারকৃতদের মুক্তি দানের দাবী | আজাদ - সংগ্রামের নোটবুক

নেতৃবৃন্দ কর্তৃক আওয়ামী লীগ নেতা গ্রেফতারকৃতদের মুক্তি দানের দাবী

গত রবিবার দিবাগত রাত্রে জনাব শেখ মুজিবর রহমানসহ ৭ জন আওয়ামী লীগ নেতার গ্রেফতারের ফলে ঢাকা ও প্রদেশের বিভিন্ন স্থান হইতে প্রতিবাদ ও বিক্ষোভের সংবাদ পাওয়া যাইতেছে। ইতিমধ্যেই ঢাকাস্থ অবস্থানরত বিভিন্ন। রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই গ্রেফতারের প্রতিবাদ জানাইয়াছেন এবং অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দাবী করিয়াছেন। এইসব নেতৃবৃন্দের মধ্যে পূর্ব পাকিস্ত েিনর সাবেক উজিরেআলা,জনাব নুরুল আমিন, জাতীয় পরিষদের বিরােধী দলের সহকারী নেতা জনাব শাহ আজিজুর রহমান, ন্যাশনাল আওয়ামী পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আলতাফ হােসেন, নেজামে এছলাম নেতা জনাব ফরিদ আহম্মদ প্রমুখ।

ইতিমধ্যে দিনাজপুর, চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ প্রভৃতি স্থান হইতে গ্রেফতারের প্রতিবাদের খবর আসিয়া পৌছিয়াছে।
ইহাছাড়া তেজগাঁও ও নারায়ণগঞ্জের শিল্পএলাকায় শ্রমিকদের পক্ষ হইতে গ্রেফতারের প্রতিবাদ জানানাে হইয়াছে। অন্যদিকে প্রদেশের বিভিন্ন স্থানে ছাত্রসমাজের মধ্যেও এই গ্রেফতারের ফলে ক্ষোভের সঞ্চার হইয়াছে। এমনকি কোনও কোনও স্থানে ছাত্ররা ক্লাসে যােগদান হইতে বিরত থাকে।

Reference: আজাদ, ১১ মে ১৯৬৬