You dont have javascript enabled! Please enable it! 1966.05.07 | সিলেটে শেখ মুজিব | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

সিলেটে শেখ মুজিব

সিলেট, ৬ই মে (পিপিএ)-পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি শেখ মুজিবর রহমান জননিরাপত্তা অর্ডিন্যান্স ও পাকিস্তান রক্ষা আইনে আনীত মামলার পরিপ্রেক্ষিতে অদ্য সিলেটের এস, ডি,ও-র আদালতে হাজির হন।

মামলাটি প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট খাজা আবদুল হালিমের আদালতে স্থানান্ত রিত করা হয়। ম্যাজিষ্ট্রেট ১৩ই ও ১৪ই জুন মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করিয়াছেন।

শেখ মুজিবর রহমান পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজুদ্দিন আহমদ ও জাতীয় পরিষদ সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরীসহ সকালের দিকে সিলেটে পৌঁছেন।

Reference: দৈনিক পাকিস্তান, ৭ মে ১৯৬৬