অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ- বঙ্গবন্ধুর সুস্পষ্ট ঘোষণা
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুস্পষ্ট ঘোষণা করেন যে, সরকার দেশে অবিলম্বে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই জন্য সরকার সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করবে। ভাসানী পন্থী ন্যাপ, কৃষক সমিতি এবং শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলে তিনি এই আশ্বাস দান করেন। এই প্রতিনিধিদলে ছিলেন ন্যাপের জনাব মুজিবর রহমান চিশতী, কৃষক সমিতির জনাব রাশেদ খান মেনন এবং আবদুল মান্নান, বাংলা শ্রমিক ফেডারেশনের জনাব কাজী জাফর, হায়দার আকবর খান, মোস্তফা জামাল হায়দার প্রমুখ। বঙ্গবন্ধু তাদের নিকট আরও বলেন যে, এক শ্রেণির দুষ্কৃতকারী দেশে বিশৃঙ্খলা এবং বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। সরকার এইসব গণবিরোধী শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখযোগ্য যে, প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুর সাথে সাক্ষাৎকালে দেশে রাজনৈতিক গুপ্তহত্যার বিষয় তাকে অবহিত করেন। এই ধরনের রাজনৈতিক গুপ্তহত্যা দেশের গণতান্ত্রিক ঐতিহ্যকে ক্ষুন্ন করবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। দেশে সাম্প্রদায়িক উস্কানির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন যে, একশ্রেণির স্বার্থান্বেষী মহল এই জঘন্য খেলায় মেতে উঠেছে। তবে তাদের ব্যাপারে সরকার সম্পূর্ণ সচেতন রয়েছে। দেশের খাদ্য সমস্যা সম্পর্কে তিনি বলেন যে, আগামি সপ্তাহের দিকে পর্যাপ্ত খাদ্যশস্য এসে পৌছবে এবং রেশন দোকানে খাদ্যশসের সরবরাহের কোনো অভাব থাকবে না।৬৯
রেফারেন্স: ১৭ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ