সংবিধান প্রশ্নে আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টির মধ্যে আলোচনা
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের প্রস্তাবিত শাসনতন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় বাংলাদেশ কমিউনিস্টে পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমরেড আবদুস সালাম, কমরেড অনিল মুখার্জী, কমরেড খোকা রায় ও কমরেড ফরহাদ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব জিল্লুর রহমান, জনাব আবদুর রাজ্জাক, সরদার আমজাদ হোসেন, জনাব আনোয়ার চৌধুরী ও জনাব মোস্তফা সরোয়ার। দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের আলাপ আলোচনা সাফল্যজনকভাবে শেষ হয় বলে জানা গেছে।৮১
রেফারেন্স: ১৯ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ