জাতিসংঘে স্থায়ী পর্যবেক্ষক হিসাবে বাংলাদেশ
জাতিসংঘ। বাংলাদেশ জাতিসংঘে স্থায়ী পর্যবেক্ষকের আসন লাভ করেছে। সেক্রেটারি জেনারেল কুর্ট ওয়াল্ড হেইমের একজন মুখপাত্র একথা জানান। বাংলাদেশ হবে জাতিসংঘের ৭ম স্থায়ী পর্যবেক্ষক। জাতিসংঘের বিভিন্ন সংস্থায় অংশগ্রহণ এবং বিশ্বের রাষ্ট্রবর্গ কর্তৃক জাতি হিসাবে স্বীকৃতি লাভের ভিত্তিতেই কোনো দেশ জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক হতে পারে। জাতিসংঘের অন্যান্য পর্যবেক্ষক হচ্ছে পশ্চিম জার্মানি, সুইজারল্যান্ড, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ ভিয়েতনাম, মোনাকো এবং ভ্যাটিকান। বাংলাদেশের পর্যবেক্ষক হিসাবে থাকবেন জনাব এস, এ, করিম।৭১
রেফারেন্স: ১৭ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ