যুক্তরাষ্ট্র বাংলাদেশের জাতিসংঘভুক্তি দৃঢ়ভাবে সমর্থন করে- জর্জ বুশ
জাতিংসংঘ, নিউইয়র্ক। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মি. জর্জ বুশ গত রাতে এখানে এক সাংবাদিক সম্মেলনে বলেন, তার সরকার বাংলাদেশের জাতিসংঘভুক্তির প্রশ্নটি দৃঢ়ভাবে সমর্থন করেন।
তিনি বলেন, জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নের যুক্তির কিছুটা আবেদন অবশ্যই রয়েছে। তা সত্বেও আমরা বাংলাদেশের জাতিসংঘভুক্তি সমর্থন করি। অন্যান্য দেশও আমাদের এরূপ পরামর্শ দিয়েছে।
রজার্সের সাথে পাকিস্তানি প্রতিনিধির বৈঠক : প্রসঙ্গ ‘মুসলিম বাংলা।’ এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের পাকিস্তানি প্রতিনিধি দলের নেতা রাজা ত্রিদিব রায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম রজার্সের সাথে তার দেশ ও মুসলিম বাংলার ভবিষ্যৎ সম্পর্কের বিষয় আলোচনা করেন। জনৈক পাকিস্তানি মুখপাত্র অধঘণ্টা স্থায়ী এই বৈঠককে অত্যন্ত কার্যকরী বলে অভিহিত করেন।
রেফারেন্স: ১২ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ