বঙ্গবন্ধুর জুলিও কুরী পদক লাভ
বার্লিন। আজ এখানে বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটির সমাপ্তি অধিবেশনে বাংলাদেশের মুক্তি সংগ্রামের নেতা প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে জুলিও কুরী পদকদানের সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কিউবা বিপ্লবী নেতা ফিডেল ক্যাস্ট্রো এবং আরও তিনজন অন্যান্য সাধারণ শান্তিবাদি নেতা এই পদক লাভ করেন। বিশ্ব শান্তির জন্য এটা বিশ্ব শান্তি পরিষদে সর্বোচ্চ সম্মানসূচক পদক। শান্তি ও বিশ্ব সংস্থার সর্বজনীনতার স্বার্থে জাতিসংঘে বাংলাদেশকে সদস্যপদ দানের জন্য বিশ্ব শান্তি পরিষদের প্রেসিডেন্সিয়াল কমিটি জাতিসংঘের সেক্রেটারি জেনারেল ও সাধারণ পরিষদের সভাপতির নিকট বিশেষ আবেদন জানান। কমিটির বিভিন্ন প্রস্তাবে বাংলাদেশের একাত্মতা প্রকাশ করা হয়। বাংলাদেশের প্রতিনিধি জনাব আলী আকসাদ কমিটির অধিবেশনে বিপুল হর্ষধ্বনীর মধ্যে পররাষ্ট্রমন্ত্রী জনাব আবদুস সামাদের বাণী পাঠ করেন।৩৭
রেফারেন্স: ১০ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ