You dont have javascript enabled! Please enable it! 1972.10.07 | সর্বহারাদের নাম ভাঙিয়ে স্বাধীনতা নস্যাতের চেষ্টা চলছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সর্বহারাদের নাম ভাঙিয়ে স্বাধীনতা নস্যাতের চেষ্টা চলছে

‘সর্বহারার নাম ভাঙিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার কাজ করে যাচ্ছে। শনিবার রায়ের বাজারে ঢাকা মহানগর আওয়ামী লীগের মহিলা শাখার সম্মেলনে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবকবাহিনীর প্রধান গণপরিষদ সদস্য জনাব আবদুর রাজ্জাক উপরোক্ত মন্তব্য করেন। তিনি মুজিববাদের ভিত্তিতে একযোগে কাজ করে যাওয়ার জন্য। দেশের আপামর মহিলাদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, আজ যারা বিপ্লবী সমাজতন্ত্রের’ বুলি ছড়াচ্ছে, তারা আসলে বাংলাদেশে ‘মাওবাদ’ প্রতিষ্ঠা করতে চায়। তিনি দেশের সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে লিপ্ত থাকার জন্য মওলানা ভাসানীর সমালোচনা করেন। স্বাধীণতা উত্তরকালে ঢাকা শহর আওয়ামী লীগ মহিলা শাখার এই প্রথম সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা ফরিদা রহমান। সম্মেলনে ভাষণ দেন, ঢাকা নগর আওয়ামী লীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা এম সি এ, অধ্যাপিকা শরীফা মাসুদ, ডাঃ নুরুন্নাহার জহুর প্রমুখ।২৫

রেফারেন্স: ৭ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ