You dont have javascript enabled! Please enable it! 1972.10.06 | বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য স্থগিতের প্রশ্নে আলোচনা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বাংলাদেশ-ভারত সীমান্ত বাণিজ্য স্থগিতের প্রশ্নে আলোচনা

বাণিজ্যমন্ত্রী জনাব এম আর সিদ্দিকী শুক্রবার ভারতীয় বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশভারত সীমান্ত-বাণিজ্য স্থগিত রাখার সম্ভাবনা সম্পর্কে আলাপ-আলোচনা করেন। তাঁর বাসবভনে অনুষ্ঠিত এই বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের নিকট অবশ্য বলেন, উভয় পক্ষ পাট ও মাছের বাণিজ্যের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আরো বলেন যে, উভয়পক্ষ অর্থপরিষদ ও পরিবহণ সংক্রান্ত অচল অবস্থা দূর করার প্রতি গুরুত্ব আরোপ করেছে। তিনি জানান যে, বৈঠকে দু’দেশের ৬ মাসের পুরোনো বাণিজ্যচুক্তি পর্যালোচনা করা হয় এবং বাধা বিপত্তি দূর করার পন্থাও খোজা হয়। তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ হতে মাছ রপ্তানির পরিমাণ বৃদ্ধির জন্য বাংলাদেশ মাছের ওপর হতে রপ্তানি শুল্ক এবং ভারত আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। মন্ত্রী আরো জানান যে, মাছের বাণিজ্য প্রসার সম্বন্ধে আলাপ আলোচনার জন্য শীঘ্রই বাংলাদেশ হতে একটি সরকারি প্রতিনিধি দল ভারত সফরে যাবেন।২১

রেফারেন্স: ৬ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ