You dont have javascript enabled! Please enable it! 1972.10.01 | যেকোন মূল্যে দেশের স্বাধীনতা রক্ষা করুন- এম. মনসুর আলী | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

যেকোন মূল্যে দেশের স্বাধীনতা রক্ষা করুন

চরভদ্রাসন, ফরিদপুর। যোগাযোগমন্ত্রী জনাব এম, মনসুর আলী আজ বলেন যে, প্রত্যেক দুর্নীতিবাজ এবং দৃষ্কৃতিকারীকে তাদের কৃত অপরাধের জন্য অবশ্যই শাস্তি পেতে হবে। চরভদ্রাসন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় ভাষণদানকালে তিনি বলেন যে, প্রতিক্রিয়াশীল চক্র এবং সমাজ বিরোধী দুস্কৃতিকারীর বিরুদ্ধে সতর্ক থেকে যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, দেশের অর্থনীতি বিশেষভাবে কৃষির ওপর নির্ভরশীল। কাজেই সরকার বৈজ্ঞানিক পদ্ধতিতে অধিক ফসল ফলানোর জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। মন্ত্রী মহোদয় আরও বলেন, সরকার দেশে সত্যিকারের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার পুর্বশর্তস্বরূপ সরকার ইতোমধ্যেই দেশের শিল্পকারখানাসমূহ জাতীয়করণ করেছে। তিনি বলেন যে, বঙ্গবন্ধুর নির্দেশেই জনগণ স্বাধীনতা যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এবং তার মহান নেতৃত্ব ব্যতিরিকে জনগণের পক্ষে পরাধীনতার নাগপাশ ছিন্ন করে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হবে না। মন্ত্রী মহোদয় জনগণকে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।

রেফারেন্স: ১ অক্টোবর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ