You dont have javascript enabled! Please enable it! 1972.09.30 | রুশ সাহয্যের দ্বারা বাংলাদেশকে আত্মনির্ভর হতে হবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

রুশ সাহয্যের দ্বারা বাংলাদেশকে আত্মনির্ভর হতে হবে

বাংলাদেশের জন্য অব্যাহতভাবে সোভিয়েত সাহায্যের দ্বারা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড়াতে হবে। শুক্রবার ইউনিয়ন অব সোভিয়েত রিপাবলিকের পঞ্চাশ বছর পূর্তির উপলক্ষে চার মাস ব্যাপী অনুষ্ঠান সূচি উদ্বোধনী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাইসচ্যান্সেলর ড. ইন্নাস আলী একথা বলেন। বাংলাদেশ সোভিয়েত মৈত্রী সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এই অনুষ্ঠানে দুই দেশের গণমান্য ব্যক্তিগণ ও শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন। সমিতির সভাপতি অধ্যাপক আবুল ফজল বলেন যে, বাংলাদেশের সাথে এই সোভিয়েত ইউনিয়ন ও ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব আরো দৃঢ়তর করা প্রয়োজন। তিনি আরো বলেন বাংলাদেশ ভারত ও সোভিয়েত ইউনিয়ন এই তিনদেশের ঘনিষ্ঠ সম্পর্কের নিশ্চয়তার ওপরই এই উপমহাদেশের ও দক্ষিণ পূর্ব এশিয়ার শান্তি নির্ভরশীল। ঢাকাস্থ সোভিয়েত দূতাবাসে দ্বিতীয় সংস্কৃতি সেক্রেটারি মি. সেগলক তার ভাষণে প্রকাশ করেন যে, অত্র অনুষ্ঠান উদযাপনের মধ্যে দিয়ে সোভিয়েত ইউনিয়ন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের নব অধ্যায় সূচনা হবে। এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোভিয়েত দূতাবাসে প্রথম সাংস্কৃতিক সেক্রেটারি মি. ভ্যালেরি সাগেইয়েভ, চট্টগ্রামে সোভিয়েত উদ্ধারকারী উপপ্রধান প্রমুখ উপস্থিত ছিলেন। সোভিয়েত নাবিকদের পরিবেশিত নৃত্য ও সঙ্গীত দর্শক ও স্রোতাদের মুগ্ধ করেছে।১১৩

রেফারেন্স: ৩০ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ