জনগণের স্বার্থ নিয়ে সরকার ছিনিমিনি খেলতে দেবে না
ভোলা। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব জনাব তোফায়েল আহমেদ এক জনসভায় বলেন যে, সরকার জনগণের স্বার্থ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না। তিনি বলেন, সমাজ বিরোধী ব্যক্তিদের সঠিক পথে আসার জন্য সরকার যথেষ্ট সময় দিয়েছেন, কিন্তু জনগণের স্বার্থ নিয়ে ছিনিমিনি খেলার আর সময় তাদের দেয়া চলে না। কতিপয় রাজনৈতিক দল বেআইনী ঘোষিত জামাত, মুসলীম লীগ, নেজামে ইসলাম পার্টির কর্মীদের আশ্রয় দিয়ে সরকারি সিদ্ধান্তের সুষ্ঠু বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে বলে জনাব তোফায়েল অভিযোগ করেন। পাকিস্তানবাহিনী দালালদের পুনর্বাসনে বাধা দেয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
মাওলানা ভাসানীর সমালোচনা করে জনাব তোফায়েল বলেন যে, পল্টনের জনসভায় মওলানা সাহেব নিজেকে বাংলাদেশ, ভারত ও সোভিয়েত সরকারের পয়লা নম্বরের শত্রু বলে ঘোষণা করেছিলেন। কিন্তু এই সত্যটি তিনি বলেন নাই যে, চীন ও পাকিস্তানের স্বার্থেই তিনি রাজনীতি করেছেন। জনাব তোফায়েল বলেন, রাষ্ট্রের ভিত্তিমূলে কুঠারাঘাত করার কোনো অধিকার মওলানা ভাসানীর নাই। চোরাচালানী, দালাল ও শান্তি কমিটির সদস্যদের গ্রেফতারের ব্যাপারে সরকারকে সহযোগিতা করার জন্যও তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
জনাব মনসুর আলী : একই জনসভায় বক্তৃতাকালে যোগাযোগমন্ত্রী জনাব মনসুর আলী বলেন যে, বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর এতই দেশপ্রেমিক আর সে কারণেই এক লক্ষ পাকিস্তান ফৌজ ১৬ ডিসেম্বর বাংলাদেশের নিকট আত্মসমর্পণ করেছিল। তিনি বলেন যে, সরকার স্বাধীনতার নয় মাস পর দেশের বহুবিধ সমস্যার সমাধান করেছেন যার নজির বিশ্ব ইতিহাসে নাই। জনাব মনসুর আলী জানান যে, স্বল্পকালীন সময়ের মধ্যে সরকার যুদ্ধবিদ্ধস্ত দেশে উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন।১১৪
রেফারেন্স: ৩০ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ