বিমানবাহিনীর নিষ্ঠা ও দেশপ্রেমের জন্য জাতি গর্বিত- বঙ্গবন্ধু
বাংলাদেশের বীর বিমান স্থল ও নৌবাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা সর্বদা অক্ষত থাকবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের বিমানবাহিনী দিবস উপলক্ষে প্রদত্ত বাণীতে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন। বঙ্গবন্ধু বলেন, জাতি বিমানবাহিনীর শৃঙ্খলা, নিষ্ঠা ও দেশপ্রেমের জন্য গর্বিত। আজ তারা একটি স্বাধীন দেশের বিমানবাহিনী। তিনি বিমানবাহিনী দিবসের কর্মসূচি সাফল্য কামনা করেন। বঙ্গবন্ধু বলেন, ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানবাহিনী তাদের প্রথম বিমানবাহিনী দিবস পালন করছে শুনে আমি বিশেষ গর্বিত। দেশ মাতৃকার শৃংখল মুক্তির ডাকে সাড়া দিয়ে এক বছর আগে আমাদের নির্ভীক ও সাহসী সৈনিকরা বীরত্ব ও দেশপ্রেমের যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ক্ষুদ্র অবস্থা থেকে কষ্ট ত্যাগ স্বীকার ও অধ্যবসায়ের মধ্য দিয়ে বিমানবাহিনী ধীরে ধীরে সুনির্দিষ্ট সাফল্যের দিকে এগিয়ে গেছে। এটা জাতির সামনে একটি সম্ভাবনাময় উজ্জল ভবিষ্যতের বলিষ্ট ইঙ্গিত বয়ে এনেছে। আমার দৃঢ় বিশ্বাস গৌরবময় ঐতিহ্যের অধিকারী বিমানবাহিনী নৌ ও স্থল বাহিনীর ঐক্যবদ্ধ ও সুসংবদ্ধ প্রয়াসে দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অক্ষুন্ন চিরকাল অক্ষত থাকবে।১০৩
রেফারেন্স: ২৭ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ