জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ চূড়ান্তভাবে সাধারণ পরিষদের আলোচ্যসূচি ভুক্ত
নিউইয়র্ক। জাতিসংঘ সাধারণ পরিষদের এর ২৭ তম অধিবেশেনের কর্মসূচি অনুমোদন করেছে। গত শনিবার সাধারণ পরিষদ চলতি অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্ন আলোচনায় সম্মত হয়েছে। সেই ব্যাপারে যুগোস্লাভিয়ার উদ্যোগে সাধারণ কমিটির একটি সুপারিশ কোনো প্রতিবাদ ছাড়াই পরিষদ গ্রহণ করেছে।
এক ঘণ্টাকাল অনুষ্ঠিত আলোচনায় যেসব দেশ এখনো বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি তারা। সাধারণ পরিষদে বিষয়টি উত্থাপিত হলে কি ভূমিকা নেবে তার পূর্বাভাস পাওয়া যাচ্ছে।
আজকের আলোচনায় পাকিস্তান চীন ও আলবেনিয়া বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্নটি বিবেচনায় বিপক্ষে তাদের মতো প্রকাশ করে। ইরান ও নাইজেরিয়া অধিবেশনে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রশ্ন বিবেচনার পূর্বে জাতিসংঘ প্রস্তাবের আলোকে সংশ্লিষ্ট দেশসমূহকে নিজেদের বিরোধ মীমাংসার সুযোগদানের পক্ষে মতো প্রকাশ করে।৯০
রেফারেন্স: ২৪ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ