মূল্যহ্রাসে বন্টন ও পরিবহন সুষ্ঠুতর করুন- বঙ্গবন্ধুর নির্দেশ
বৃহস্পতিবার গণভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন। খাদ্যমন্ত্রী শ্রী ফনি ভূষণ মজুমদার, যোগাযোগ মন্ত্রী জনাব মনসুর আলী এবং খাদ্য ও যোগাযোগ দফতরের পদস্থ অফিসারগণ এই সম্মেলনে যোগদান করেন। গণভবনে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে দেশের বর্তমান খাদ্যশস্যের মজুদ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং পরে আগামি ৩ মাসের এবং ১ বছরের জন্য খাদ্যশস্যের চাহিদার পরিমাণ হিসেব-নিকেশ করে দেখা হয়। আগামি ৩ মাসের জন্য খাদ্যশস্য বণ্টনের কর্মসূচি ও দেশের বিভিন্ন এলাকায় তা বণ্টনের জন্য পরিবহনের ব্যবস্থার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ঘাটতি এলাকার জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য পাঠানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। ঘাটতি এলাকায় সময়মত যাতে খাদ্যশস্য পৌছায় এবং ঐসব এলাকার জনগণের যাতে খাদ্যশস্যের জন্য কোনো রকম কষ্ট না হয় তার ব্যবস্থা গ্রহণের বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়। বঙ্গবন্ধু ঘাটতি এলাকায় সময়মত খাদ্য সরবরাহের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। গণভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এই বৈঠকে খাদ্যশস্য ও অত্যাবশ্যকীয় জিনিসপত্রের মূল্য কমিয়ে আনার বিষয়েও আলোচনা করা হয়। বৈঠকে বঙ্গবন্ধু খাবার তেলের দাম কমিয়ে আনার জন্য বণ্টন ও পরিবহন কর্মসূচি যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন।৮৩
রেফারেন্স: ২১ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ