বঙ্গবন্ধুর বিরোধীরা জনগণের প্রতিরোধের সম্মুখীন হচ্ছে
ছাত্রনেতা জনাব আবদুল কুদ্দুস মাখন সোমবার বলেন যে, যারা বঙ্গবন্ধুর বিরোধীতা করছে তাদের সচেতন শক্তিসমূহ তাদের কখনো ক্ষমা করবে না। বিপিআই এক খবরে একথা জানা গেছে। সোমবার অপরাহ্নে ফরিদাবাদ আঞ্চলিক ছাত্রলীগ আয়োজিত এক জনসভায় বক্তৃতাকালে জনাব মাখন বলেন যে, তথাকথিত বিজ্ঞানী সমাজতন্ত্রীরা যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে চলছে তারা সর্বত্রই জনগণের দ্বারা প্রতিহত হচ্ছে। তারা জনগণের প্রতিরোধের সম্মুখীন হতে না পেরে তাদের ওপর আক্রমণকে মুজিবাদের সমর্থকদের হামলা বলে অভিহিত করছে।
তিনি বলেন যে ছাত্রলীগ উদ্বেগের সাথে দেশের বিভিন্ন অঞ্চলে দুষ্কৃতকারীদের হাতে তাদের ও আওয়ামী লীগ কর্মীদের গোপনে হত্যার বিষয়টি লক্ষ্য করছে। তিনি আইন ও শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না ঘটে সেজন্য উপরোক্ত গুপ্ত হত্যা অবিলম্বে বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি মওলানা ভাসানী ও যারা নিরাপত্তা পরিষদের বিগত অধিবেশনে চীনের কার্যকলাপের সমর্থক তাদের কঠোর সমালোচনা করেন। চীন নিরাপত্তা পরিষদে জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিরুদ্ধে ভেটো প্রয়োগ করে। জনাব মাখন বলেন, মজুতদার, চোরাচালানী ও মুনাফাখোররা দেশের জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে তারা খাদ্য ও ঔষধসহ প্রতিটি জিনিসের দাম বাড়িয়েছে। তিনি দেশের স্বার্থে এদের প্রতিরোধ করার জন্য জনগণের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন এধরনের দুর্নীতি থেকে অব্যাহতি থেকে দেশে অবশ্যই মুজিববাদ প্রতিষ্ঠা করতে হবে। জনাব মাহবুৰ সভায় সভাপতিত্ব করেন। ঢাকা শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান ও জনাব এটিএম শামসুজ্জামান সভায় বক্তৃতা করেন।৭৫
রেফারেন্স: ১৯ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ