যথাশীঘ্র শাসনতন্ত্র দেয়া হবে- বঙ্গবন্ধু
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোমবার বলেছেন, যথাশীঘ্র সম্ভব দেশকে একটি শাসনতন্ত্র দেয়া হবে ও নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভবনে অনুষ্ঠিত কমিশনার সম্মেলনে উদ্বোধনী ভাষণে বঙ্গবন্ধু একথা ঘোষণা করেন। তিনি আগামি বছরের ৩১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরির প্রশ্নে নির্বাচনী কমিশনের কর্মসূচিকে সফল করে তোলার জন্য সমগ্র প্রশাসনিক ব্যবস্থাকে সহযোগিতা দানের আহ্বান জানান। উল্লেখ্য যে, নির্বাচনী কমিশন প্রধান ইতোমধ্যে ভোটার তালিকা প্রস্তুতের নির্ধারিত সময়ের কথা ঘোষণা করেছেন। বঙ্গবন্ধু আরো বলেন, গণতন্ত্র দৃঢ় বিশ্বাসী আর একে নিশ্চিত করার উদ্দেশ্যেই যথাশীঘ্রই সম্ভব শাসনতন্ত্র প্রণয়ন ও নির্বাচন অনুষ্ঠানের স্বপক্ষে তিনি উপরোক্ত অভিমত ব্যক্ত করেন।৭১
রেফারেন্স: ১৮ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ