আওয়ামী লীগ কাউন্সিল সভায় শেখ মুজিব
৬-দফা কর্মসূচীর ব্যাপারে কোনও আপােষ করা হইবে না
ঢাকা, ১৯ শে মার্চ (পি, পি, এ)-পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনের দ্বিতীয় দিনে সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ মুজিবর রহমান ঘােষণা করেন, আওয়ামী লীগের কর্মীগণ জনগণের অধিকার আদায়ের জন্য যে কোন বিপদের মােকাবিলা করিতে দৃঢ় প্রতিজ্ঞ।
শেখ মুজিবর রহমান এতদিন পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি নির্বাচিত হওয়ার কিছু পরেই পার্টির নীতি সম্পর্কে তিনি বলেন, এখন হইতে আর সােজাপথ নয়, ভাসাভাসা ঐক্য নয়, নেতাদের ঐক্য নয় বরং চিন্তার ঐক্য এবং কর্মীদের ঐক্যই হইবে পার্টির ভবিষৎ মূলনীতি।
শেখ মুজিব বলেন, ৬-দফা কর্মসূচীর ব্যাপারে কোন আপােষ করা হইবে না। সংখ্যাগরিষ্ঠ লােক যখন ঐক্য মানিয়া নিবে তখন ইহা জনগণের কর্মসূচীতে পরিণত হইবে।
তিনি বলেন, শুধুমাত্র পূর্ব পাকিস্তানীদের জন্যই নয়, পশ্চিম পাকিস্তানের মানুষের জন্যও উক্ত কর্মসূচী তৈরী হইয়াছে। উহাতে যে স্বায়ত্তশাসনের প্রস্তাব করা হইয়াছে, তাহা যদি কায়েম করা হয় তাহা হইলে পশ্চিম পাকিস্তানের মানুষও ইহার সমান ফল ভােগ করিবে। তিনি আরও বলেন, পশ্চিম পাকিস্তানের জনগণের অর্থনৈতিক মুক্তির কথা চিন্তা করিয়াই এই কর্মসূচী তৈরী করা হইয়াছে।
রেফারেন্স: সংবাদ, ২০ মার্চ ১৯৬৬