You dont have javascript enabled! Please enable it! 1966.03.20 | ৬-দফার বিরুদ্ধাচরণ করিতে গিয়া দেশকেই হেয় করা হইতেছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

৬-দফার বিরুদ্ধাচরণ করিতে গিয়া দেশকেই হেয় করা হইতেছে

শেখ মুজিবর রহমান সরকারী কনভেনশন দলের নেতৃবৃন্দের ৬-দফা বিরােধী প্রচারণার জবাবদান প্রসঙ্গে বলেন যে, সরকারী নেতারা ৬-দফার বিরুদ্ধাচরণ করিতে গিয়া যেসব বেসামাল উক্তি করিতেছেন তাহাতে দেশ ও দেশবাসীকেই বিশ্বের দরবারে হেয় প্রতিপন্ন করিতেছেন। তাহাদের মনে রাখা উচিত যে, পূর্ব পাকিস্তানবাসীরা গণতন্ত্রে বিশ্বাসী। স্বার্থবাদের বিরুদ্ধে তাহারা সংগ্রাম করিতে বদ্ধপরিকর। সংগ্রামী কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযােগ না করিয়া তাহাদের দাবীদাওয়াকে যদি সরকার রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে বিচার করিতে না শিখেন তবে সংগ্রাম তীব্রতর হইবে, সংগ্রামকে বানচাল করা যাইবে না। ন্যায্য দাবীর সংগ্রামের বিরুদ্ধে আজকের সরকারের মত অতীতের বহু সরকারও হীনতম প্রচারণা চালাইয়াছে; কিন্তু তাহাতে কোন ফলােদয় হয় নাই। ন্যায্য দাবী চিরকালই প্রতিষ্ঠিত হইয়াছে। এবারও আমাদের দাবী যদি ন্যায্য হয়, কুটিল প্রচারণায় এ দাবী দাবাইয়া দেওয়া যাইবে না। সংগ্রাম এবং তীব্রতর সংগ্রামের দ্বারাই আমরা দাবী আদায় করিয়া লইব।

রেফারেন্স: দৈনিক ইত্তেফাক, ২০ মার্চ ১৯৬৬