You dont have javascript enabled! Please enable it! 1966.03.20 | ৬-দফার বিরুদ্ধে আজ সেসব মহল দায়িত্বহীন প্রচারণার লিপ্ত আছেন, একদিন ইহাদের ভুল ভাঙ্গিবে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

৬-দফার বিরুদ্ধে আজ সেসব মহল দায়িত্বহীন প্রচারণার লিপ্ত আছেন, একদিন ইহাদের ভুল ভাঙ্গিবে

নবনির্বাচিত সভাপতি আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে বলেন যে, আওয়ামী লীগ কর্মীদের স্মরণ রাখিতে হইবে যে, ৬-দফার মাধ্যমে আওয়ামী লীগ আজ যে। সংগ্রামের পথে পা বাড়াইয়াছে, সেপথ কণ্টকাকীর্ণ এবং এইপথে সাফল্য অর্জন। সময় সাপেক্ষ। তবে, ৬-দফার বিরুদ্ধে আজ সেসব মহল দায়িত্বহীন প্রচারণার লিপ্ত আছেন, একদিন-না একদিন তারা তাদের ভুল বুঝিতে পারিবেন। পশ্চিম পাকিস্তানের যেসব নেতা গণতন্ত্রে বিশ্বাস করেন, অথচ ৬-দফার বিরুদ্ধে প্রচারণা করিতেছেন, তাঁদের পশ্চিম পাকিস্তানের বঞ্চিত মানুষের জীবনের দুঃখ-দুর্দশার আলােকে ৬-দফার বিচার করিয়া দেখা প্রয়ােজন। কারণ, আওয়ামী লীগের ৬দফায় শুধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনই দাবী করা হইয়াছে। তাই পশ্চিম পাকিস্ত নের জনসাধারণ একদিন না একদিন ৬-দফা দাবীকে তাদেরও নিজেদের দাবী বলিয়াই মানিয়া লইবেন।

রেফারেন্স: দৈনিক ইত্তেফাক, ২০ মার্চ ১৯৬৬