You dont have javascript enabled! Please enable it! 1972.09.11 | আটক বাঙালিদের দেশে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

আটক বাঙালিদের দেশে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর

পাকিস্তানে আটক বাঙালিদের দেশে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সোমবার স্থানীয় গুলিস্তান সিনেমা হলে পাকিস্তানে আটক বাঙালি উদ্ধার সমিতি আয়োজিত এক চ্যারিটি শোতে প্রধান অতিথির ভাষণ দানকালে তথ্যমন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী একথা বলেন। পাকিস্তানি শাষকদের হাতে আটক বাঙালিদের যে দুর্দশা ঘটেছে সরকার সে সম্পর্কে সচেতন রয়েছেন বলে তিনি জানান। বন্ধু দেশগুলোর সাহায্য এবং সহযোগিতায় সরকার এদের দেশে ফিরিয়ে আনতে সক্ষম হবেন বলে তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন। এ ব্যাপারে সবরকম চেষ্টা চালানো হচ্ছে বলে তিনি জানান। কতকগুলো পত্রিকার উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশনের নিন্দা করে জনাব মিজানুর রহমান। চৌধুরী বলেন, আমাদের কষ্টার্জিত স্বাধীনতা নস্যাৎ করাই এদের উদ্দেশ্য। চীন ও পাকিস্তান যা বলে তার সাথে এদের বক্তব্যের কোনো তফাৎ নেই। তিনি বলেন, এরা আটক বাঙালি উদ্ধার ও জাতিসংঘে বাংলাদেশের অন্তর্ভুক্তির সরকারি প্রচেষ্ঠায় ব্যাঘাত ঘটাচ্ছে। জনাব মিজানুর রহমান চৌধুরী জনগণকে এদের প্রতি এবং স্বাধীনতার শত্রুদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠার আহ্বান জানান।
ইডেন গার্লস কলেজের নবাগত সম্বর্ধনায় : সোমবার ইডেন গার্লস কলেজ মিলনায়তনে নবাগত সম্বর্ধনায় প্রধান অতিথির ভাষণে তথ্যমন্ত্রী জনাব মিজানুর রহমান চৌধুরী ছাত্রীদের প্রতি দেশের ভবিষ্যৎ নেতৃত্ব প্রদানের উপযোগী চরিত্র গড়ে তোলার আহ্বান জানান। ছাত্রীদের উল্লেখ করে তিনি বলেন, কেবলমাত্র গৃহবধূ হিসেবে আমাদের নারীসমাজকে ঘড়কুণো করে রাখা উচিত নয়। আমাদের দেশে আমরা ফ্লোরেনস নাইটিঙ্গেল, রাজিয়া সুলতানা, শ্রীমতি ইন্দিরা গান্ধী ও শ্রীমতি বন্দরনায়েকের মতো মহিলা চাই। নকল প্রবণতা প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষায় নকল করে কেউ বড়জোর নকল বিশারদ হতে পারে তার বেশি নয়। এদের জন্যে দেশের শুধু বদনামই হবে। যেসব সাপ্তাহিক পত্রিকা সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছে সেগুলোর সমালোচনা করে তিনি বলেন, তারা দেশের ও স্বাধীনতার
শেখ শহীদ : বাংলাদেশ ছাত্রলীগের (সিদ্দিকী মাখন) সভাপতি শেখ শহীদুল ইসলাম বলেন, আমরা এমন গণতন্ত্র চাই যে মেহনতি জনতার খাদ্য, আশ্রয় ও শিক্ষার নিশ্চয়তা থাকবে। ছাত্রলীগ দেশের শোষণহীন সমাজ প্রতিষ্টার সংগ্রাম চালিয়ে যাবে বলে তিনি জানান।৪২

রেফারেন্স: ১১ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ