You dont have javascript enabled! Please enable it! 1972.09.07 | আগামি বছরের প্রথমদিকে বঙ্গবন্ধু নির্বাচন অনুষ্ঠানে পক্ষপাতি | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

আগামি বছরের প্রথমদিকে বঙ্গবন্ধু নির্বাচন অনুষ্ঠানে পক্ষপাতি

জেনেভা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন যে তিনি চান আগামি বছরের প্রথম দিকে স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হোক। প্রধানমন্ত্রীর ঘনিষ্ট মহল আজ জানান, বঙ্গবন্ধু আইনমন্ত্রীর প্রতি জনগণের আশা-আকাঙ্ক্ষার পরিপূরক একটি শাসনতন্ত্র প্রনয়নের কাজ ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন যাতে করে আগামি বছরের প্রথম দিকে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। জেনেভা থেকে অপর এক খবরে প্রকাশ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। শাসনতান্ত্রিক বিষয়ে জরুরি আলোচনার জন্যে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. কামাল হোসেনকে ইতালি থেকে ডেকে পাঠান। আইনমন্ত্রী জেনেভা চলে এসেছেন। তার সাথে রয়েছেন বাংলাদেশের দুই জন সিনিয়র আইনজীবী শ্রী এস আর পাল ও জনাব সিরাজুল হক এমসিএ। জেনেভা পৌছানোর পরপরই আইনমন্ত্রী সরাসরি হোটেল লা-রিজার্ভ-এ চলে যান ও প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে মিলিত হন। আইনমন্ত্রী বঙ্গবন্ধুর সাথে বৈঠকে মিলিত হন। আইনমন্ত্রী বঙ্গবন্ধুর সাথে শাসনতন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন বলে জানা গেছে। আইনমন্ত্রী আজ সন্ধ্যায় ঢাকা ফিরে যাচ্ছেন।
বঙ্গবন্ধু সকাশে ম্যাকব্রিজ : জেনেভা থেকে এনার খবরে বলা হয়, এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রধান মি: ম্যাকব্রিজ আজ প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন। এছাড়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সার্ভিসের জেনারেল সেক্রেটারি মি: চিদাবার নেথান আজ বঙ্গবন্ধুর সাথে দেখা করেন।

রেফারেন্স: ৭ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ