আটক ব্যক্তিদের উদ্ধারে জাতিসংঘকে চাপ দেওয়া হবে
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. আদম মালিক এই প্রতিশ্রুতি দিয়েছেন যে, তিনি পাকিস্তানে আটক বাঙালিদের অবিলম্বে ফেরত আনার ব্যাপারে জাতিসংঘে চাপ সৃষ্টি করবেন। এবং পাকিস্তানসহ জাতিসংঘের সমস্ত রাষ্ট্রের প্রতি আবেদন জানাবেন। ড. মালিক জাতিসংঘ সাধারণ পরিষদেরও সভাপতি। বৃহস্পতিবার পাকিস্তানে আটক বাঙালি সমিতির একটি প্রতিনিধি দল আটক বাঙালিদের ফেরত আনার প্রশ্নে ইন্দোনেশিয়া সরকারকে উদ্যোগী হওয়ার জন্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করলে ড. মালিক একথা বলেন। তিনি প্রতিনিধি দলকে বলেন, পাকিস্তানে আটক নিরীহ বাঙালিদের ফেরত পাঠানোর জন্য তিনি পাকিস্তান সরকারের নিকট আবেদন জানাবেন। এই প্রশ্নে তিনি একমত হন যে, পাকিস্তানে আটক বাঙালিরা যুদ্ধবন্দি নয়। এবং কোনো রাজনৈতিক ফলাফলের জন্য এদেরকে দায়ী করা যায় না।
পিন্ডির স্বীকৃতির জন্য যথাসাধ্য চেষ্টা করবো : চট্টগ্রাম থেকে বাসস-এর খবরে প্রকাশ, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড, আদম মালিক বলেছেন, পাকিস্তান যাতে যত শীঘ্র সম্ভব বাংলাদেশকে স্বীকৃতি দেন সেজন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। ড. মালিক আজ সকালে এখানে আসেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুস সামাদও তার সাথে আসেন। বাংলাদেশকে স্বীকৃতি দানের ব্যাপারে পাকিস্তানের ওপর তার প্রভাব খাটানোর জন্য একজন অবাঙালি ড. মালিককে অনুরোধ জানান। ড. মালিক তাকে বলেন, “আমি যথাসাধ্য চেষ্টা করবো। বিপিআর খবরে প্রকাশ, ড, আদম মালিক আজ ভোরে সাংবাদিকদের বলেন পাকিস্তান থেকে বাঙালিদের ফিরিয়ে আনার ব্যাপারে তার প্রভাব বিশেষভাবে সহায়ক হবে। ড. মালিক চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেন ও পরে কাপ্তাই যান।২৮
রেফারেন্স: ৭ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ