You dont have javascript enabled! Please enable it! 1972.09.02 | বঙ্গবন্ধু ১৩ সেপ্টেম্বর দেশের পথে রওয়ানা দেবেন | দৈনিক বাংলা - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু ১৩ সেপ্টেম্বর দেশের পথে রওয়ানা দেবেন

জেনেভা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগামি ১৩ সেপ্টেম্বর দেশের পথে জেনেভা ত্যাগ করবেন। বঙ্গবন্ধুর এক প্রাথমিক কর্মসূচির উদ্ধৃতি দিয়ে জেনেভা থেকে গোলাম রসুল মল্লিক আজ একথা জানিয়েছেন। একটি চার্টার্ড বিমানে করে স্বদেশ ফেরার পথে বঙ্গবন্ধু নয়া দিল্লিতে থাকবেন। ঢাকা রওয়ানা হবার আগে নয়া দিল্লিতে বঙ্গবন্ধু অন্ততপক্ষে একদিন বিশ্রাম নেবেন। এদিকে বঙ্গবন্ধু ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। অস্ত্রপচার স্থানে গত তিন দিন ধরে তিনি যে ব্যাথা অনুভব করেছিলেন। বর্তমানে তা সেরে গেছে। বঙ্গবন্ধু জেনেভার বাসভবনে করিডোরে অল্প হেঁটে বেড়িয়েছেন। দূর থেকে উপভোগ করেছেন জেনেভার লেকের মনোরম দৃশ্য। বঙ্গবন্ধুর চিকিৎসার অভিমত করেছেন যে, অস্ত্রপচার স্থানে যদি তিনি আর কোনো ব্যাথা অনুভব না করেন, তবে জেনেভা থেকে সুদৃঢ় ঢাকায় প্রত্যাবর্তনে তার কোনো অসুবিধা হবে না। তারা আরো বলেছেন, নয়াদিল্লিতে অন্ততপক্ষে একদিন বিশ্রাম নিলে তা বঙ্গবন্ধুর স্বাস্থ্যের জন্যে খুবই মঙ্গলকর হবে। সুস্থ এবং সতেজ দেহ নিয়ে ঢাকায় প্রত্যাবর্তণ করতে পারবেন। এটা খুবই প্রয়োজন। কেননা ঢাকায় ফিরে তাকে ব্যাপক কর্মসূচি হাতে নিতে হতে পারে। ড: নুরুল ইসলাম অবশ্য এনা প্রতিনিধিকে জানিয়েছেন যে, বঙ্গবন্ধু বর্তমানে সুস্থ অনুভব করলেও তাকে কয়েক সপ্তাহ ধরে প্রচুর বিশ্রাম নিতে হবে।৪

রেফারেন্স: ২ সেপ্টেম্বর ১৯৭২, দৈনিক বাংলা
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ