You dont have javascript enabled! Please enable it! 1967.10.23 | ৬-দফাপন্থী | দৈনিক পাকিস্তান - সংগ্রামের নোটবুক

৬-দফাপন্থী

ঢাকা জেলা আওয়ামী লীগ (৬-দফাপন্থী) কার্যনির্বাহক কমিটির এক বর্ধিত সভায় কমিটির পিডিএমপন্থী ৪ জন সদস্যকে প্রাথমিক সদস্যপদ ও অন্যান্য যে সমস্ত পদে তারা অধিষ্ঠিত ছিলেন সে সমস্ত পদ হতে সাসপেন্ড করা হয়েছে। পিডিএমএ অংশগ্রহণ, মওলানা আবদুর রশীদ তর্কবাগীশের নেতৃত্বে গঠিত বে-আইনী এডহক কমিটিতে যােগদান ও সংগঠনবিরােধী কার্যকলাপের জন্য উক্ত সদস্যদের বিরুদ্ধে এই ব্যবস্থা অবলম্বন করা হয়েছে।

গত শুক্রবার ১৫ নং পুরানা পল্টনে ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি জনাব শামসুল হকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সদস্যদের কেন দল হতে বহিষ্কার করা হবে না ১৫ দিনের মধ্যে তার কারণ দর্শাইবার উদ্দেশ্যে তাদরেকে নােটিশ দানের জন্য কমিটি জেলা আওয়ামী লীগের অস্থায়ী সম্পাদককে নির্দেশ দান করেছে।
যাদের সাসপেন্ড করা হয়েছে তারা হচ্ছেন, ঢাকা জেলা আওয়ামী লীগ সম্পাদক জনাব বজলুর রহমান, সহসভাপতি দেওয়ান শফিউল আলম ও জেলা। কার্যনির্বাহক কমিটির সদস্য জনাব ফজলুর রহমান ও জনাব আহমেদুল হক চৌধুরী।
এই সভায় সাংগঠনিক বিষয়ে এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে কতিপয় প্রস্তাব গৃহীত হয়।
এই সকল প্রস্তাবে শেখ মুজিবর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মীর মুক্তি দাবী, নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যের মূল্যের উর্ধ্বগতি রােধের ব্যবস্থা, প্রদেশব্যাপী রাজনৈতিক বন্দীমুক্তি দিবস পালনের জন্য প্রাদেশিক কমিটির প্রতি আহ্বান জানানাে হয়।
 

রেফারেন্স: দৈনিক পাকিস্তান, ২৩ অক্টোবর ১৯৬৭