ভুট্টোর প্রতি বঙ্গবন্ধুর সাফ জবাব
পাকিস্তানের প্রেসিডেন্ট জনাব জুলফিকার আলী ভুট্টো স্বাস্থ্য উদ্ধারের জন্য বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আলাপ করেছেন। রবিবার অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে আলাপ-আলোচনার সময় বঙ্গবন্ধু তাকে এই কথা জানান। অস্থায়ী প্রধানমন্ত্রী জানান যে, জনাব ভুট্টো টেলিফোনে আলোচনার সময় বঙ্গবন্ধুর কুশল জিজ্ঞাসা করেন এবং সুইজারল্যান্ডে তার সাথে মিলিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু প্রত্যুত্তরে বঙ্গবন্ধু দ্বার্থহীনভাবে জানান যে, বাংলাদেশকে স্বীকৃতি দানের পূর্বে কোনো মতেই আলোচনা বৈঠক অনুষ্ঠিত হতে পারে না। সৈয়দ নজরুল আরও বলেন যে, বঙ্গবন্ধু দেশের খাদ্য ও বন্যা পরিস্থিতি সম্পর্কে খুবই উদ্বিগ্ন। তিনি দেশের অন্যান্য বিষয়ও জানতে চেয়েছেন। সৈয়দ নজরুল টেলিফোনে যতটুকু সম্ভব তাকে সকল পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেছেন।৯৩
রেফারেন্স: ২৭ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ