You dont have javascript enabled! Please enable it! 1972.08.21 | তথাকথিত ইসলামী শক্তি মওলানা ভাসানীর ছত্রছায়া পাচ্ছে | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

তথাকথিত ইসলামী শক্তি মওলানা ভাসানীর ছত্রছায়া পাচ্ছে

ঈশ্বরদী। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সেক্রেটারি জনাব তোফায়েল আহমেদ দেশি ও বিদেশি চক্রান্ত কারীদের সতর্ক করে দেন। তিনি বলেন, এসব চক্রান্তকারীরা দেশের স্বাধীনতা ও সংহতি ধ্বংস করার ঘৃণ্য ষড়যন্ত্রে মেতেছে। এখানে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় জনাব তোফায়েল আহমেদ বলেন, যেসব ব্যক্তি স্বাধীনতা সংগ্রামের বিরোধীতা করেছে এবং হানাদারবাহিনীর সহযোগিতা করেছে। প্রবীণ জননেতা মওলানা ভাসানী তাদের স্বার্থ রক্ষা করছেন। তিনি বলেন, মওলানা ভাসানী বাংলাদেশ যাতে সত্যিকারের বন্ধুহীন হয়ে পড়ে তার জন্যে ভারত ও সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, তথাকথিত ইসলামী শক্তি মওলানার ছত্রছায়ায় গিয়ে হাজির হয়েছে। জনাব তোফায়েল বলেন, মওলানাকে ধর্মীয় গোড়ামী নিয়ে হইচই করতে দেয়া হবে না। ধর্মীয় গোড়ামী ধর্ম নিরপেক্ষতাবাদ নষ্ট করে দেয়। জনাব তোফায়েল বলেন, অর্থনৈতিক স্বাধীনতা না থাকলে রাজনৈতিক স্বাধীনতার কোনো অর্থ হয় না। তিনি বলেন, সরকার দেখতে চান যে, সমাজতন্ত্র ও গণতন্ত্র পাশাপাশি চলছে। সমাজতন্ত্র রাতারাতি আসতে পারে না। এটা ধীরে ধীরে কায়েম হবে।৭২

রেফারেন্স: ২১ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ