You dont have javascript enabled! Please enable it! 1972.08.20 | খাদ্য পরিস্থিতি মোকাবেলার নির্দেশ- বঙ্গবন্ধু | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

খাদ্য পরিস্থিতি মোকাবেলার নির্দেশ- বঙ্গবন্ধু

জাতির পিতা প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের বর্তমান খাদ্য পরিস্থিতির সঠিকভাবে মোকাবেলা করার জন্য লন্ডন হতে ঢাকায় তার মন্ত্রীসভার প্রতি জরুরি নির্দেশ প্রদান করেছেন বলে নির্ভর সূত্রে জানা গেছে। জানা গেছে যে, খাদ্যসশ্য সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি রোধ এবং তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে নিয়ে আসার জন্যে জরুরি ভিত্তিতে একটি ব্যাপক পরিকল্পনা প্রণয়ন করতেও মন্ত্রীসভার প্রতি বঙ্গবন্ধু আহ্বান জানিয়েছেন। এমন কি দেশের সাধারণ মানুষের যাতে খাদ্যশস্য সহ যেকোনো নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ব্যাপারে মারাত্মক অসুবিধার সৃষ্টি না হয়। তার জন্য অগ্রাধিকার ভিত্তিতে সর্বশক্তি নিয়োগ করার জন্য বঙ্গবন্ধু আহ্বান জানিয়েছেন। জানা গেছে, দেশের কোটি কোটি মানুষের এই জরুরি সমস্যা কার্যকরীভাবে সমাধানের জন্য মন্ত্রীসভাকে যে কোনো সময় যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। বঙ্গবন্ধুর ঘনিষ্ট মহল সূত্রে জানা গেছে যে, দেশের বর্তমান খাদ্যপরিস্থিতি সম্পর্কে তিনি অত্যন্ত উদ্বিগ্ন রয়েছেন। শেখ সাহেব যখনই সুযোগ পাচ্ছেন তখনই ঢাকার সাথে যোগাযোগ করে দেশের খাদ্য পরিস্থিতি সম্পর্কে খবরাখবর নিচ্ছেন বলে জানা গেছে। এ দিকে ঢাকা হতে বঙ্গবন্ধুর সাথে মন্ত্রীসভার সদস্যরা সর্বদা যোগাযোগ রক্ষা করছেন বলে জানা গেছে।৬৫

রেফারেন্স: ২০ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ