You dont have javascript enabled! Please enable it! 1972.08.09 | আইনশৃঙ্খলা রক্ষার অনুকূল জনমত সৃষ্টি করুন- রাষ্ট্রপ্রধান | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

আইনশৃঙ্খলা রক্ষার অনুকূল জনমত সৃষ্টি করুন- রাষ্ট্রপ্রধান

রাজশাহী। সমাজবিরোধী চক্রের বিরুদ্ধে আইন ও শৃঙ্খলা বজায় রাখার অনুকূলে নিজ নিজ এলাকায় জনমত সৃষ্টির কাজে আত্মনিয়োগের জন্য রাষ্ট্রপ্রধান বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বৃদ্ধিজীবী, আইনজীবী এবং সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিকদের প্রতি আবেদন জানান।
আজ স্থানীয় আইনজীবীদের এক সমাবেশে ভাষণ দানকালে রাষ্ট্রপ্রধান বলেন যে, দেশে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। তিনি জানান যে, এই উদ্দেশ্যে পুলিশবাহিনীর শক্তি বৃদ্ধিসহ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে শান্তি বজায় রাখার কাজে সমাজের সকল স্তরের জনসাধারণের সহযোগিতা ভিন্ন সরকারের একক প্রচেষ্টা সফল হতে পারে না। উত্তর বাংলার সমস্যাবলীর প্রতি আলোকপাত করে রাষ্ট্রপ্রধান বলেন যে, উত্তরাঞ্চলের জেলাসমূহে বিরাজমান আঞ্চলিক বৈষম্য অবশ্যই দূর করতে হবে। তবে পাকিস্তানি আমলে এই বৈষম্য সৃষ্টি করা হয়েছে এবং রাতারাতি এই বৈষম্য দূর করা সম্ভব নয়।
শাসনতন্ত্র প্রসঙ্গে : রাষ্ট্রপ্রধান জনাব আবু সাঈদ চৌধুরী বলেন যে, দেশের ভাবী শাসনতন্ত্রে সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে। স্থানীয় বার সমিতি সমাবেশে তিনি প্রকাশ করেন। যে, চলতি মাসের মাঝামাঝি সময় হতে শাসনতন্ত্র রচনার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বঙ্গবন্ধু অসুস্থ হয়ে পড়ায় এবং প্রাকৃতিক দুর্যোগসহ অন্যান্য কারণে শাসনতন্ত্র রচনার কাজ শুরু করা সম্ভব হয় নাই। তবে শীঘ্রই এই কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, সরকার একটি ভাল শাসনতন্ত্র রচনার জন্য আগ্রহশীল। রাষ্ট্রপ্রধান অভিমত প্রকাশ করেন যে, রীট আবেদনের অধিকার জনগণের অন্যতম অপরিহার্য অধিকার। তিনি আরও বলেন যে, গণপরিষদ সদস্যরা এই ব্যাপারে সচেতন রয়েছেন। তিনি আশা প্রকাশ করেন যে, শাসনতন্ত্রে রীট আবেদনের ব্যবস্থা রাখা হবে। তিনি আরও বলেন যে, বিচার বিভাগের স্বাধীনতা বজায় রাখা না হলে স্বাধীনতা সংগ্রামের কোনো যৌক্তিকতা থাকবে না। শাসনতন্ত্রে সংবাদপত্রের স্বাধীনতারও বিধান থাকবে বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন।
আণবিক শক্তি চিকিৎসা কেন্দ্র উদ্বোধন : রাষ্ট্রপ্রধান এখানে নবপ্রতিষ্ঠিত আণবিক শক্তি চিকিৎসা কেন্দ্র উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তৃতা প্রসঙ্গে জনাব আবু সাঈদ চৌধুরী সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘবের উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করার জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান।
জটিল রোগ নিরাময়ে আণবিক শক্তি ব্যবহারের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন যে, বৈজ্ঞানিক উন্নয়নের ফলশ্রুতিতে চিকিৎসা ক্ষেত্রে যে মৌলিক পরিবর্তন সাধিত হয়েছে, তাহা আমরা উপেক্ষা করতে পারি না।
পুলিশবাহিনীর প্রতি : রাষ্ট্রপ্রধান জনাব আবু সাঈদ চৌধুরী জনগণের সেবায় আত্মনিবেদনের জন্য পুলিশবাহিনীকে বৈজ্ঞানিক ভিত্তিতে পুনর্গঠনের আবেদন করেন। সারদা ট্রেনিং কলেজে ক্যাডেটদের এক সমাবেশে ভাষণ দানকালে রাষ্ট্রপ্রধান স্বীয় কর্মগুণে জাতীয় জীবনে গৌরবময় ভূমিকা গ্রহণের জন্য তাদের প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপ্রধান মুক্তিযুদ্ধে পুলিশবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। এই প্রসঙ্গে তিনি শুরুতে রাজারবাগে পুলিশবাহিনীর প্রতিরোধ সংগ্রামের কাহিনী বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন যে, বাঙালিরা চিরদিন তা স্মরণ রাখবে।
হাসপাতাল পরিদর্শন : রাষ্ট্রপ্রধান স্থানীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালও তিনি পরিদর্শন করেন।২৯

রেফারেন্স: ৯ আগস্ট ১৯৭২, দৈনিক ইত্তেফাক
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭২, অধ্যাপক আবু সাইয়িদ